দুই মাসের মধ্যেই ৪১তম বিসিএস প্রিলিমিনারি ফল প্রকাশ করা হবে: পিএসসি,চেয়ারম্যান 98 0
দুই মাসের মধ্যেই ৪১তম বিসিএস প্রিলিমিনারি ফল প্রকাশ করা হবে: পিএসসি,চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক :
আজ থেকে আগামী দুই মাসের (৬০ দিন) মধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মো.সোহরাব হোসাইন।
শুক্রবার ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান,বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মো.সোহরাব হোসাইন।
তিনি বলেন, ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশে যদি ১৫ দিন লাগে তাহলে আশা করা যায় দুই মাসের মধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে।চাইলে দুই মাসের আগেও প্রকাশ হতে পারে।
তিনি আরও বলেন,স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা যথাযথভাবে মেনে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসানো হয়েছে।আর প্রতি রুমে ২৫ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।